
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ৭ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামির নাম অজিত রবি দাস (২৮) বর্তমানে শুকুন্দীরবাগ এলাকায় শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জুন ২০২৫ তারিখ বিকেল অনুমান ৫টার দিকে শুকুন্দীরবাগ এলাকার বাসিন্দা পূজা রানী দাসের (২৫) ছেলে রিতেশ রবি দাস (৭) কে প্রতিবেশী অজিত রবি দাস আইসক্রিম খাওয়ানোর কথা বলে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়।পরে শিশুটির খোঁজ না পেয়ে পরিবার ও স্থানীয়রা এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, ভিকটিমের পিতা ইতালি প্রবাসী হওয়ায় তিনি ধারণা করেছিলেন যে মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। সেই উদ্দেশ্যেই সে শিশুটিকে অপহরণ করেছিল।
এ ঘটনায় পূজা রানী দাস বাদী হয়ে পূবাইল থানায় একটি এজাহার দাখিল করলে, পুলিশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠায়।
পূবাইল থানা পুলিশ জানিয়েছে, শিশু রিতেশ রবি দাস বর্তমানে পরিবারের হেফাজতে নিরাপদে রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।