
হিজলা প্রতিনিধঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় ২৭ অক্টোবর, সকাল ১০ টায় উপজেলা মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন এর সভাপতিত্বে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মতিন তালুকদার, সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন বাঘা,যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল,সদস্য সচিব মোহাম্মদ দুলাল সরদার, ছাত্রদলের আহবায় মোহাম্মদ মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট প্রমুখ বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার তার বক্তব্য বলেন বিগত স্বৈরাচার সরকার শান্তিপূর্ণভাবে জাতীয়তাবাদী দল বিএনপি’র সভা সমাবেশ মিছিল মিটিং করতে দেয়নি দীর্ঘদিন পর হলেও শান্তিপূর্ণভাবে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। এছারও উপস্থিত ছিলেন হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান বেলা ২টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান এবং ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।