
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপি বাংলাদেশে নতুন করে রাজনীতির বন্দোবস্ত নির্মাণ করতে চায়। শ্রমিকদের হিস্যা ন্যায্যভাবে আদায় করার জন্য জাতীয় নাগরিক পার্টি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাবে। যারা শ্রমিকদের কর্মস্থলে দুর্বল করে রাখে, তাদের পক্ষে কথা বলার সুযোগ দেয় না, কোনোভাবেই রাষ্ট্রীয় পদ-পদবী এবং জনগণের প্রতিনিধিত্ব করার জায়গায় যেন তাদের দেওয়া না হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারে রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে ১৩-২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এনসিপির সদস্য সচিব বলেন, রানা প্লাজার ঘটনায় যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন সেই সব শ্রমিকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক উইংয়ে প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির, শ্রমিক উইংয়ে স্থানীয় নেতাকর্মীসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।