
লেখক: আশিক হাসান সীমান্ত
হৃদয় ভাঙা ঝড়ে কভু
ভাঙে কারো সুখের ঘর,
মায়ার বাঁধন ছিন্ন করে
আপনজনা হয় যে পর।
ঝড়ের গতি তীব্র হলে
জীবন হারায় ছন্দ সুখ,
জীবনটা হয় এলোমেলো
নেমে আসে কষ্ট দুখ।
বাঁধন ছিঁড়ে আপনজনা
যায় যে সরে অনেক দূর,
জীবন হারায় চলার গতি
মনে বাজে করুণ সুর।
ভাঙা হৃদয় হাহাকারে
খোঁজে ফিরে নিজের ভুল,
ভেবে ভেবে দিশেহারা
পায় না জীবন কোনো কূল।
নীড়হারা এক পাখির মতো
দুঃখ চলার সাথি হয়,
মনের কথা যায় না বলা
নিরব মনে কষ্ট সয়।
ব্যথার পাহাড় নিয়ে বুকে
জীবন হারায় গতি তার,
একটু সুখ ও শান্তির পরশ
আসে না তো ফিরে আর।