
মেহেরপুর প্রতিনিধিঃ ১২/০২/২৫ ইং।
মেহেরপুরের গাংনী উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ আজিবর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে উপজেলার কাথুলী সীমান্ত এলাকার মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিবর রহমান কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে।ধলা বিওপি সূত্রে জানা যায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ধলা বিওপি ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। সীমান্তের ১৩৪/২ এস পিলার এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ১৪ কেজি গাঁজাসহ আজিবর রহমানকে হাতেনাতে আটক করে।পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।