আসিফ রায়হান:
গাজীপুর মহানগরের পূবাইলের মিরের বাজার চৌরাস্তায় ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় পূবাইলের সর্বস্তরের তৌহিদি জনতা মিরের বাজার চৌরাস্তায় একত্রিত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মিছিলটি ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া ও কলেজগেটসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে শেষ হয়।
বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা, ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে ফিলিস্তিনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশটির শান্তি ও মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।