
গাজীপুরের শ্রীপুরে ইজারাদারদের সঙ্গে ভাসমান ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতু এলাকা এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ইজারার নামে টাকা তোলা বন্ধ ছিল। সম্প্রতি কাজল ফকির নামে এক ব্যক্তিকে মাওনা চৌরাস্তার ইজারা দেওয়া হয়েছে। তারা ইজারা রশিদে কোনো ধরনের টাকার পরিমাণ উল্লেখ না করেই দৈনিক হারে কারও কাছ থেকে ৫০০, কারো কাছ থেকে ২০০, ১০০ টাকা আদায় করছেন। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। কেউ নির্ধারিত ইজারা দিতে অস্বীকৃতি জানালে মারধরসহ বিভিন্ন হুমকিও দেওয়া হতো বলে তারা জানান। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বিকেলে ভাসমান ব্যবসায়ীদের দোকানে ক্রেতাদের ভিড় ছিল। হঠাৎ শতাধিক যুবক লাঠি, রামদা হাতে ভাসমান ব্যবসায়ীদের ওপর হামলা করে। তবে ইজারাদারের দাবি, হামলাকারীরা তার লোকজন নন।
এ বিষয়ে জাহিদ মুঠোফোনে বলেন, মাওনা চৌরাস্তার ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে ইজারার নামে চাঁদাবাজি করছে শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিকদল থেকে বহিষ্কৃত কাজল ফকির। চাঁদাবাজি বন্ধে বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করে। এ নিয়ে ক্ষুব্ধ ইজারাদার কাজল ফকির শুক্রবার বিকেলে শতাধিক লোকজন নিয়ে মাওনা চৌরাস্তার ভাসমান ব্যবসায়ীদের ওপর হামলা করে। এতে আমাদের ১৫-২০ জনের মতো আহত হয়েছেন। আমার মাথায় দা দিয়ে কোপ দিয়েছে।