আসিফ রায়হান:
বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের বসুগাও এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে গাজীপুর মহানগরীর পূবাইলের মাহাদী ফ্যাশন প্রাইভেট লি. এর শ্রমিকরা,
বৃহস্পতিবার বিকাল ফেব্রুয়ারী মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা, এ সময় ঢাকা সিলেট মহাসড়কের দুই পাসে আটকে যায় শত শত যানবাহন,
শ্রমিকদের অভিযোগ নানান সময়ে তাদের শারিরীক নির্যাতন করে কারখানা কতৃপক্ষ, তবুও ঠিক সময়ে বেতন পায়না তারা,
মাহাদী ফ্যাশনের একজন শ্রমিক সাংবাদিকদের জানায় বেতন না দেওয়াতে তার বাড়িতে তার বাচ্চাদের খাবার পর্যন্ত নেই, তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে,
এ বিষয়ে মাহাদী ফ্যাশন কতৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি, বিকেল ৫.৪০ এ শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা অবোরোধ করে আন্দোলন চলছে।