গাজীপুরের কালীগঞ্জে নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগে সেন্ট্রাল হাসপাতালকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের আব্দুল বাসেদ মিয়ার ছেলে আরিফুর রহমান (৪৯)।
এছাড়া নরসিংদীর পলাশ উপজেলার ফায়সাল (৩৪), যিনি কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী, তাকেও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।