
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড বাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বললেন- ২০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: রাসেল রানা। আওয়ামী লীগের শাসন আমলে উক্ত ওয়ার্ডের বিএনপি নেতাদের পুলিশের হয়রানি, মিথ্যা মামলায় গ্রেফতার এমন খবর পাওয়ার সাথে সাথেই ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোজ খবর নেওয়া বা জেল থেকে নিজ অর্থায়নে ছাড়িয়ে আনা এমন অসংখ্য নজির রয়েছে রাসেল রানা’র। এ ব্যাপারে উক্ত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো: জিয়াউল হক এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন- ২০২৩ সালে আওয়ামী পন্থীরা আমার নামে অহেতুক একটি বিস্ফোরক মিথ্যা মামলা দিয়ে মইশান বাড়ি বাজারের আমার দোকান থেকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে ২০নং বিএনপি’র সভাপতি রাসেল রানা তার নিজ অর্থায়নে আমাকে জেল থেকে ছাড়িয়ে আনে। তাছাড়াও মো: শাহিন আলম, রিপন হোসেন, ইয়াকুব আলী সহ উক্ত ওয়ার্ডের বিএনপি নেতাদের হয়রানি মুলক মামলা থেকে জামিনে মুক্ত , মামলার নিষ্পত্তি সহ অসংখ্য নজির রয়েছে রাসেল রানা’র । একাধিক সাক্ষাতকারে তারা বলেন- দু:সময়ে নিজেকে নিরাপদ রেখে বিএনপি’র নেতাদের নিরাপত্তা, জেল থেকে মুক্তি, মামলার নিষ্পত্তির বিষয়ে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছে সেই প্রকৃত নেতা, তাকেই আমরা জনপ্রতিনিধি হিসাবে গণ্য করবো। সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ২০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবে, দলমত নির্বিশেষে আমরা সকলে মিলে ভোট দিয়ে রাসেল রানাকেই নির্বাচিত করবো।
আগামী নির্বাচন নিয়ে রাসেল রানা’র সাথে কথা হলে তিনি বলেন- রাজনীতি হচ্ছে একটি মহৎ কর্মপ্রয়াস। যার লক্ষ্য সমাজ হতে অন্যায়, অত্যাচার, শোষণ ও নির্যাতনের অবসান ঘটিয়ে জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের সামগ্রিক কল্যাণ ও মঙ্গলের পথ প্রশস্ত করা। এলাকার উন্নয়ন, সমাজের ন্যায়বিচার, আইনের শাসন, বাক স্বাধীনতা তথা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। তাছাড়াও সামাজিক ভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির দিকে নজর রেখে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। ঢাকা ময়মনসিংহ রোডের প¦ার্শবর্তী এলাকা পলাশটেক থেকে কাথোরা স্কুলের পূর্ব পাশের সড়কটিতে আব্দুল মতিনের বাড়ির সামনের সড়কটি খানা খন্দকে বেহাল ছিল দীর্ঘ দিন। রানিং কাউন্সিলর থাকার পরেও মেরামতের কোন উদ্যোগ নেই নি। যার ফলে হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি ছিল। কাঙ্খিত সড়ক মেরামতের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করায় ২০ ও ১৯নং ওয়ার্ডের জনসাধারণের কাছে প্রসংশায় ভাসছেন ২০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো: রাসেল রানা।