
মোঃ হৃদয় মিয়া (জেলা প্রতিনিধি )
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার স্বনামধন্য চন্দ্রপুর আর্দশ কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম বাবু।অনুষ্ঠানে চন্দ্রপুর আর্দশ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ জনাবা জুলেখা আক্তার এর সঞ্চালনায় সভাপতি হিসাবে আসন গ্রহণ করেন আবু সাঈদ রনি। বিশেষ অতিথি ছিলেন জনাব শাহাবুদ্দিন, আফছার উদ্দিন, খাদিজা আক্তার, হৃদয় সওদাগর, মোছাঃ খাদিজা আক্তার, মোঃ রহমতুল্লাহ, জিসান আহমেদ প্রমূখ। পরে অতিথিবৃন্দ ৬৫টি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।