
শাহিন আকতার,প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে লাঞ্চিত করেছে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শোভন মাহমুদ। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। শোভন মাহমুদ জানান, দীর্ঘ চার বছর থেকে আমার এক লক্ষ চল্লিশ হাজার তার পাওনা টাকা পরিশোধ করছেন না আব্দুল কাদের। এ বিষয়ে তিনি তাকে গতকাল সোমবার মোবাইলে খুদে বার্তাও প্রেরণ করে। এর পরেও তিনি কোন উত্তর দেননি। আজ দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বর এলাকায় উভয়ের মধ্যে বাক বিতান্ডার একপর্যায়ে আব্দুল কাদেরের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারেন ছাত্রলীগের এ নেতা। বিষয়টি এলাকায় ও সোসাল মিডিয়ায়. ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। এবিষয়ে আ’ লীগ নেতা আব্দুল কাদের এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ব্যস্ত আছি বলে ফোনটি কেটে দেন।