
গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে ছুরিকাঘাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার পৃথকস্থানে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত আরিফুল ইসলাম (২৪) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গোপীনাথপুর গ্রামের আ. হাকিমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গোপালপুর এলাকার চোংগিবাড়িতে ভাড়ায় থাকতেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নাঈম (১৮) নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সংকরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি টঙ্গীর পাগার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে টঙ্গীর পূর্ব গোপালপুর নূরে মদিনা মসজিদের পার্শ্বে সুফিয়া বেগমের বাড়িতে রবিবার বিকালে আরিফুলকে ছুরিকাঘাত করেন প্রতিবেশী ওমর ফারুক। আহতকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, রবিবার মধ্যরাতে টঙ্গীর পাগার এলাকার একটি ভবন নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম আহত হন। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে মারা যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, উভয় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।