
আসিফ রায়হান:
গাজীপুর মহানগরীর পূবাইলের ভাদুন এলাকায় ১১ এপ্রিল শুক্রবার দুপুরে ভাদুন কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যাবস্থাপনা পরিষদ নির্বাচনে ভোটদান করতে যাওয়ার সময় ডেমর পাড়া এলাকায় দিনে দুপুরে গলায় ছুড়ি ঠেকিয়ে তিন তরুনীর কাছ থেকে ৩টি স্মার্ট ফোন ও নগদ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা ।
ভিকটিম তমা রানী সরকার সাংবাদিকদের জানান তার নিজ বাড়ি ডেমর পাড়া থেকে ভাদুন এলাকায় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আমি সহ আরো ৩ জন তরুণী অটোরিকশা ওঠলে কিছুদুর যেতেই একটি মোটরবাইকে ৩ আরোহী আমাদের অটোরিকশার গতিরোধ করে, এ সময় বাইকের পিছনে থাকা দুই আরোহী তাদের হাতে থাকা ছুড়ি গলায় ঠেকিয়ে আমাদের সাথে থাকা ৩ টি ব্যাগ, ব্যাগে থাকা ৩ টি স্মার্ট ফোন তিনজনের কাছে থাকা নগদ ৬ হাজার ৫ শ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা,
দিনে দুপুরে ছিনতাই এর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ভীতি প্রকাশ করেছে স্থানীয় জনগন, এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান অভিযোগ হলে ব্যাবস্থা নেওয়া হবে।