
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফাইম খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পূবাইল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত ২টার দিকে পূবাইল থানাধীন সাতানীপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাইম খান গাজীপুর জেলার পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বড়াদল এলাকার ফজল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামি ফাইম ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সখ্যতা গড়ে তোলে। একপর্যায় তাদের মোবাইল নম্বরে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
গত ৪ এপ্রিল তরুণীর নিজ বাড়িতে একা পেয়ে বিয়ের আশ্বাসে আবারও তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে।
পরে তরুণী আসামিকে বিয়ের কথা বললে নানা তালবাহানায় এড়িয়ে যায়। এক পর্যায়ে বিয়ে করবে না বলে জানায় এবং বেশি বাড়াবাড়ি করলে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এর পরিপ্রেক্ষিতে ওই তরুণী নিজেই বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা করেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত ফাইমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।