
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় এক গৃহে দস্যুতার ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে মহানগরের পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ ঈদগাহ উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. সাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ভোররাতে বাড়ির পেছনের দেয়াল টপকে দ্বিতীয় তলার বারান্দার লোহার গ্রিল কেটে চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির মালিক সাইদুল ইসলাম, তার পরিবার ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার বিষয়ে ওসি আমিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটিকে দস্যুতা বলা যায়। তদন্তে ডাকাতির প্রমাণ মিললে ডাকাতির মামলা নেওয়া হবে।”