
স্বাধীন বাংলাদেশ নিউজ ডেক্সঃ-
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় গতকাল বাদ যোহর বগুড়া প্রেসক্লাবে বগুড়া জেলা কমিটির আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সাবেক মহাসচিব মোঃ ওয়াহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম বগড়া, সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলী আসগর, সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক, সংস্থার রাজশাহী বিভাগের আহ্বায়ক মোঃ নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, সদস্য সিরাজুল ইসলাম রনি,বগুড়া জেলা আহ্বায়ক মোঃ আবু মুসা, নাটোর জেলা আহ্বায়ক মোঃ মঞ্জুরুল হাসান, গাইবান্ধা জেলা সদস্য সচিব মোঃ সাজাদুর রহমান সাজু সহ নেতৃবৃন্দ।