
আসিফ রায়হান :
গাজীপুর মহানগর এর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় অবস্থিত বি,এম, গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি, এম গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল বাতেন ভুঁইয়া, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম মোল্লা, আরো উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন,সমাজ সেবক দেলোয়ার হোসেন, ব্যাবসায়ী নাজমুল হোসেন,
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।