
রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গভীর রাত্রে প্রতিপক্ষরা বাদী পক্ষের বাড়ীতে হামলা,ভাংচুর, গরু,স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে দেশীয় অস্ত্রের আঘাতে ৩ জনকে গুরুতর যখম করেন। ২জন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং অপর জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে,আজ (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকার সময় দিওড় ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের শামসুল আলমের বাড়ীতে প্রতিপক্ষগন মৃত.কায়েম উদ্দিনের ছেলে আব্দুল গফফার (৬০), গফফারের ছেলে জাহাঙ্গীর ও জাহিদ, ওবায়দুলের পুত্র আশরাফুল ইসলাম ও শাহিনুর,নুরুল ইসলামের পুত্র হান্নান, মৃত.তৈমুদ্দীনের পুত্র গোলজার আলী সহ অজ্ঞাতনামা আরো অনেকে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উদ্দেশ্য সাধনকল্পে বাদীর বাড়িতে প্রবেশ করে বাড়িতে ভাঙচুর,লুটপাট ও মারধর করে।
বিবাদী আব্দুল গোফফারের হুকুমে সকল আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়া এলোপাথারী ভাবে মারিয়া বাদীর চাচা লুৎফরের বসতবাড়ী সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এরই এক পর্যায়ে উল্লেখিত ১নং আসামী বসতবাড়ীর শয়ন ঘরে অনাধিকার প্রবেশ করিয়া শোকেস এর ড্রয়ারে থাকা বাদীর চাচার গরু ব্যবসার গচ্ছিত নগদ এক লক্ষ আশি হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নেয়। উক্ত সময় লুৎফর রহমান আগাইয়া আসিলে উল্লেখিত ১নং আসামী আব্দুল গোফফার তার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে মারিয়া লুৎফর রহমান এর মাথায় ফোলা জখম করে এবং আসামী জাহাঙ্গীর তার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে মারিয়া লুৎফর এর ঠোটের উপরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ সময় বাদীর চাচী রুপছানা (৫০) আগাইয়া আসিলে উল্লেখিত আসামী জাহিদ রুপছানা এর ৬ আনা ওজনের স্বর্ণের দুল,যার মূল্য অনুমান ৬০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া লয়। উক্ত সময় বাদীর চাচাতো ভাই রুহুল আমিন আগাইয়া আসিলে ৬নং আসামী হান্নান তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্যে রুহুল আমিনের মাখা বরাবর কোপ মারিলে রুহুল আমিন উক্ত কোপ তার ডান হাত দ্বারা প্রতিহত করিলে রুহুল আমিন এর ডান হাতের কব্জিতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।
উক্ত সময় আমি এগিয়ে আসলে আসামী আব্দুল গোফফার,জাহাঙ্গীর, জাহিদ,আশরাফুল,শাহিনুর,হান্নান, গোলজারগণ বাদীকে ধরিয়া বাদীর বসতবাড়ীর আমের গাছের সহিত রশি দিয়া বাধিয়া উল্লেখিত আসামীগণসহ অজ্ঞাতনামা আরো অনেকে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়া এলোপাথারীভাবে মারডাং করিয়া শরীরের বিভিন্ন জায়গায় ছেলা-ফোলা জখম করেন।
এক পর্যায়ে উল্লেল্লখিত ৪নং আসামী শয়ন ঘরের শোকেস এর ড্রয়ার থেকে আমার গরু বিক্রয়ের নগদ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া লয়। উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাতনামা আরো অনেকে বাদী এবং বাদীর চাচা,চাচী এবং চাচাতো ভাইকে এলোপাথারী ভাবে মারডাং করিতে থাকিলে বাদীর লোকজনের চিৎকারে স্থানীয় আরো অনেকে আগাইয়া আসিয়া উল্লেখিত আসামীগণসহ অজ্ঞাতনামা আরো অনেকের কবল হইতে বাদীর লোকজনদেরকে প্রাণে রক্ষা করে। পরে আসামীগণ বাদীর লোকজনদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে বিরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।