বিরামপুরে জামায়াত নেতা আইন অমান্য করে সরকারি পুকুর ভরাট

- এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর)
- প্রতিনিধি-
- দিনাজপুর বিরামপুরে আইন অমান্য করে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ বাবুল হোসেন নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে। আজ (২৯ জানুয়ারি) দিনাজপুর বিরামপুরের দিওড় ইউনিয়নের আওতাভুক্ত জোলাগাড়ী তৈয়বপুর মৌজার খাস খতিয়ান ভুক্ত অনাবাদী ১৩ শতাংশ জমি ছিল।সরেজমিনে জানা যায়,উক্ত খাস খতিয়ান ভুক্ত জমি স্থানীয় জোলাগাড়ী তৈয়বপুর মৌজার মধ্যে ১৩ শতাংশ খাস পুকুর স্থানীয় জামায়াত নেতা মোঃ বাবুল হোসেনের বিরুদ্ধে পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। বাবুল হোসেন স্হানীয় জোলাগাড়ি গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি বিরামপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী হিসাবে দায়িত্ব পালন করছেন। এবিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি আইন অমান্য করে সরকারি পুকুর ভরাট করার কথা স্বীকার করেন। এ অবস্থায় স্থানীয় উপজেলা সহকারি (ভূমি) কমিশনার কে মুঠোফোনে বিষয়টি জানাইলে তিনি তাৎক্ষণিক ভাবে দিওড় ইউনিয়ন তৌশিলদার রাজিব আহম্মেদ কে ঘটনাস্থলে পাঠান। তৌশিলদার রাজিব আহমেদ তাৎক্ষণিক ভাবে সকল কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে ভূমি প্রতিনিধিগণের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ চূড়ান্ত কল্পে কাজ হবে বলে জানান। স্থানীয়ভাবে জানা যায় যে,আইনের কোন তোয়াক্কা না করে বাবুল হোসেন সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর ভরাট করা আরম্ভ করেছেন। এবিষয়ে স্হানীয় জনসাধারণ উক্ত বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
Tag :