
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে প্রকাশ্য দিবালোকে বন বিভাগের গাছ কর্তনের অভিযোগ উঠেছে সাবেক জামাতের সংসদ সদস্য আজিজুর রহমানের বড় ছেলে মাজেদুর রহমানের বিরুদ্ধে। জানা যায়,২দিন পূর্বে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন বন বিভাগের কিছু অংশ পড়েছে দিওড় ইউনিয়নের খাড়ির পাড়ের লাগানো গাছ। নিয়মিত ভাবেই বন বিভাগের আহতাভুক্ত গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। উক্ত খাড়ির গাছগুলোর মধ্যে ৪নং দিওড় ইউনিয়নের বিজুল ডাংগা গ্রামের পূর্ব দিকের খাড়ির উপরে লাগানো গাছগুলো প্রকাশ্যে দিবালোকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করে দেন বিরামপুর উপজেলার সাবেক জামাতে ইসলামীর এমপির বড় ছেলে মাজেদুল ইসলাম। সরে জমিনে জানা যায়,বিজুর ডাঙ্গা সংলগ্ন খাড়ির সঙ্গে সাবেক জামাতের এমপি আজিজুর রহমানের বেশ কিছু জমি ছিল। খারির সংলগ্ন জমি থাকার ক্ষমতা বলে সাবেক এমপির বড় ছেলে মাজিদুর রহমান উক্ত গাছগুলো ২ লক্ষ টাকা দামে স্হানীয় কাট ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেন। এ বিষয়ে মাজেদুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন না। গোপন সংবাদ পাওয়া মাত্রই বিরামপুর উপজেলা ফরেস্ট অফিসের প্রতিনিধিগন ও স্থানীয় বিরামপুর থানা পুলিশের দল উপস্থিত হয়ে হাতে নাতে আটক করেন।
একপর্যায়ে উক্ত স্থানে বেশ কিছু গাছ সহ শ্রমিকদের আটক করেন। উপজেলা ফরেস্ট অফিসের প্রতিনিধিগণ ও বিরামপুর থানার পুলিশ তাদেরকে ফরেস্ট অফিসে নিয়ে যান।পরবর্তীতে বিরামপুর ফরেস্ট অফিস কর্তনকৃত গাছগুলো অফিসে রেখে মেসি গাড়ি ও শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করেই ছেড়ে দেন। এ বিষয়ে স্থানীয় জনসাধারণ সরকারি গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থার জোর দাবি জানান।।