
মোঃ নুরনবী,ঠাকুরগাঁও জেলা থেকে :
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক আটক ০২ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা ও বিএসএফ এর সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে ফেরত আনলে বিজিবি।১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১২:৪৫ ঘটিকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ৭২ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল কর্তৃক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক শ্রী বিকাশ শীল (২২), পিতা-শ্রী দুলাল শীল এবং শ্রী পূর্ণ নাথ (২৬), পিতা-শ্রী মদন নাথ, উভয়ের গ্রাম-যোগীপাড়া, ডাকঘর+থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও’কে আটক করে। এ সময়ে তাদের সঙ্গীয় অপর ৩ জন বাংলাদেশী নাগরিক ঘটনাস্থল হতে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ বিজিবিকে অবহিত করে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর বিএসএফ এর নিকট আটককৃত বাংলাদেশী নাগরিকদ্বয়কে ফেরত আনার বিষয়ে বিজিবি কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ এর যোগাযোগ অব্যাহত রাখা হয়। অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১২:০০ ঘটিকায় বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা ও বিএসএফ এর সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের প্রেক্ষিতে বিএসএফ সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর নিকট ভারতের অভ্যন্তরে মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকদ্বয়কে বিএসএফ ফেরত প্রদান করে। অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিকদ্বয়কে হরিপুর থানায় সোপর্দ করেন বিজিবি।