
নিজস্ব প্রতিবেদক,
ভারতের মাওলানা দেলাওয়ার হোসেনের প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার কানসাট তাফসির কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, (২৫ জানুয়ারি ২০২৪) দুপুরে পার কানসাট ম্যাঙ্গো মিউজিয়ামের পার্শ্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সারাফাত হোসেন চয়ন।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ সে জানুয়ারী আমাদের তাফসির অনুষ্ঠিত হয় তাফসিরে প্রথম দিন বক্তব্য রাখেন ভারতের মাওলানা দেলাওয়ার হোসেন, এবং দ্বিতীয় দিনে বক্তব্য রাখার কথা ছিল, বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানীর, কিন্তু রফিকুল ইসলাম মাদানী না আশায় ধর্মপ্রাণ মুসল্লি বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলক ও আলী আকবর বাবুকে দিয়ে বালায় যে রফিকুল ইসলাম মাদানী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু প্রকৃত পক্ষে আমরা ভারতের মাওলানা দেলাওয়ার হোসেনের প্রতারণার শিকার হয়ে মিথ্যা বলে জনতাকে সান্ত্বনা দিয়েছিলাম।লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ভারতের মাওলানা দেলাওয়ার হোসেনের দেয়া নাম্বার ০১৭৩৩-৭৭৪২২৮ ও ০১৬০৫৬৩৮০৩৪ যোগাযোগ করে, দুই দফায় ৪০০০০/- টাকা দেয়া হয়, টাকা দেয়া হলে তিনি আমাদের নিশ্চয়তা দেন আগামী ২২ জানুয়ারী তিনি পার কানসাট তাফসির মাহফিলে উপস্থিত থাকবেন, এবং বক্তব্য রাখবেন , তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে থাকি রাত ৯.৩০ মিনিটে তিনি বলেন, আপনাদের ওখানে যেতে ২০ মিনিট সময় লাগবে, ৯.৩০ মিনিটের পর তার ব্যবহৃত মোবাইল নং ০১৭৩৩-৭৭৪২২৮ নাম্বারে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।যেহেতু আমারা ভারতের মাওলানা দেলাওয়ার হোসেনের প্রতারণার শিকার হয়েছি, ভারতের মাওলানা দেলাওয়ার হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিচ্ছি। এ বিষয়ে কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে, কে প্রতারিত হয়েছে কি প্রতারণা করছে সেটা বলতে পারব না, তবে তারা বলেছেন, রফিকুল ইসলাম মাদানী অসুস্থ, কিন্তু পরে আমি জানতে পারি, উনি অসুস্থ না ময়মনসিংহে তিনি ওয়াজ মাহফিল করছেন। উত্তেজিত জানতাকে সান্ত্বনা দেয়ার জন্য আমাকে দিয়ে মিথ্যা বলিয়া নেন , তবে এই প্রতারণার তিব্র প্রতিবাদ জানাচ্ছ