
রিয়াজুল হক সাগর,রংপুর।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল না করলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনের এই ঘোষণা দেন তারা।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান সহ সকল ব্যবস্থা গ্রহণ করেও কোনো সুফল পাচ্ছি না। তাই আমাদের দাবি আগামী ৭ কর্মদিবসে মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করব।শিক্ষার্থীরা আরও বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলক ভেঙে দিয়ে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম ঘোষণা করেন।উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘ রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নাম ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ রাখেন। এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরাও চাই নাম পরিবর্তন হোক।