
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামী মো. নুরুল ইসলাম (৩৬) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব -৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ, অদ্য ১২/০২/২০২৫ ইং তারিখ রাত ১২:১৫ ঘটিকায় র্যাব-১১,সদর কোম্পানী,নারায়ণগঞ্জ ও র্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এর একটি যৌথ অভিযানে বরগুনা জেলার আমতলী থানার ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামী মো. নুরুল ইসলাম (৩৬),পিতা-মোঃ চান্দু হাওলাদার, সাং-সবুজবাগ ৫নং ওয়ার্ড, থানা-আমতলী পৌরসভা,জেলা-বরগুনা,বর্তমান ঠিকানা-সাং-কুলাইরচর ৪নং ওয়ার্ড হলদিয়া ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনা‘কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে ।প্রকাশ থাকে যে, আসামী নুরুল ইসলাম ভাড়ায় বাইক চালক।বাদী ও তার স্ত্রী ২নং কুকুয়া ইউনিয়নের রায়বালা চৌরাস্তা সংলগ্ন হান্নান মৃধার ব্রিকফিল্ডে লেবার হিসাবে কাজ করে।ভিকটিম তার নানা বাড়ি তক্তাবুনিয়াতে থেকে লেখাপড়া করতো।গত ১৭/০১/২০২৫ইং তারিখ ১০.০০ ঘটিকায় বাদী তার ১০ বছরের মেয়েকে বাদীর নিজের বাড়ীতে পাঠানোর জন্য আসামীর নুরুল ইসলামের বাইকে তুলে দেয়। আসামী তার বাইকে ভিকটিমকে নিয়ে বাদীর বাড়িতে আসার কালে খালের পার খোলা জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার শর্তে বাদীর বাড়িতে রেখে গেলে বাড়ির লোকজন শিশুটিকে অসুস্থ, জামা ছেড়া ও শরীরের বিভিন্ন অংশে লাল লাল চিহ্ন দেখে শিশুটিকে জিজ্ঞাসা করে। শিশুটি আসামীর ধর্ষণের বিষয়টি বলে দেয়।শিশুটির মুখে ধর্ষণের কথা শুনে শিশুর আত্নীয় স্বজন শিশুটির চিকিৎসার জন্য আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পিতা বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।