দেশান্তর ডেস্ক ঃ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। মৃত নজরুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর থানার দু
লালী এলাকার রমজান আলীর ছেলে। শনিবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, নজরুল ইসলাম হƒদরোগী ছিলেন। তিনি শনিবার দুপুরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজরুল ইসলাম ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
Leave a Reply