দেশান্তর ডেস্ক ঃ বাংলা নববর্ষ উপলক্ষে মাত্র একটি নাটকে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘পরিচয়’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রা
ফাত চৌধুরী। চলতি সপ্তাহেই নাটকের শুটিংয়ে অংশ নেবেন মেহজাবিন। এতে তার বিপরীতে অভিনয় করবেন তৌসিফ। নাটকের গল্প প্রসঙ্গেনির্মাতা জানান, একটি বাস জার্নিতে দুজন ছেলেমেয়ের পরিচয়ের গল্পই তুলে ধরা হবে এ নাটকে। পহেলা বৈশাখে আরটিভিতে নাটকটি প্রচার হবে। একই পরিচালকের ‘পাশাপাশি’ নামে আরও একটি নাটকে কিছুদিন আগে অভিনয় করেছেন তিনি।নাটকটি রোজার ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটক দুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটি নাটকের গল্প সুন্দর। নির্মাণও বেশ ভালো হয়েছে। আশা করি দর্শক পছন্দ করবেন।’ এদিকে আজ আল মনসুর জীবনের রচনা ও পরিচালনায় ‘একা জীবনে চলা যায় না’ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মেহজাবিন। ক্যারিয়ারের শুরু থেকেই বহু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মেহজাবিন।কিন্তু এখন পর্যন্ত রূপালী পর্দায় দেখা যায়নি তাকে। তবে কি চলচ্চিত্রে অভিনয়ে কোনো আগ্রহ নেই? জবাবে মেহজাবিন বলেন, ‘অবশ্যই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে। তবে অবশ্যই গুণী পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে আমার।অবশ্যই গল্প হতে হবে অনেক সুন্দর, যেন গল্প শুনেই মন থেকেই তাগিদ অনুভব করি চলচ্চিত্রটিতে অভিনয় করার। শুধু কাজ করার জন্য চলচ্চিত্রে অভিনয় করতে আমি কোনোভাবেই আগ্রহী নই। মন থেকে যখন সায় দেবে তখনই চলচ্চিত্রে অভিনয় করব।’
Leave a Reply