সাঈদ সিদ্দিক, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের অাহমেদপুর অাজম অালী কলেজের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন কাজ সম্পন্ন হয়েছে ৷ গতকাল শনিবার সকালে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) অাসনের এমপি অধ্যাপক অাব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লাল ফিতা কেটে এ উদ্বোধন কাজ সম্পন্ন করেন ৷ এ সময় প্রধান অতিথি ফুল দিয়ে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেন ৷
অাহমেদপুর অাজম অালী কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অালোচনাসভায় উদ্বোধনী বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ এস এম অাসাদ উজ জামান, অালোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ অাব্দুল মান্নান সরকার, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানোয়ার পারভেজ, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও কলেজ পর্ষদের সদস্য অালহাজ অাব্দুল জলিল প্রাং, নাটোর জেলা অাওয়ামীলীগের সদস্য অাবু হেনা মোস্তফা কামাল, গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়াম্যান জাহিদুল ইসলাম, জোয়াড়ী ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অাব্দুর রাজ্জাক সরকার, কৈডিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন অালী, অাহমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ৷ উল্লেখ্য, পাবনা জোন, পাবনা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এভবনে মোট ব্যয় হয়েছে ৭০লাখ ৫০হাজার টাকা ৷
বড়াইগ্রামে অাজম অালী কলেজ এর নবনির্মিত ভবনের উদ্ধোধন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Catagory : শেষের পাতা, সারাদেশ | তারিখ : অক্টোবর, ৭, ২০১৮, ১২:৫৫ অপরাহ্ণ

Leave a Reply