নাসির উদ্দিন,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর লাশ ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে র্যাব-১ ও পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটানায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১ সদস্যরা।রাঙ্গামাটির লংগদু থানার সোনাইল এলাকার আব্দুল কাদেরের স্ত্রী জোসনা বেগম (৪৫)। তারা সপরিবারে সালনা এলাকায় বাসা ভাড়া থাকতো।গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, সালনা এলাকায় পরিবারসহ জোসনা বেগম বাসা ভাড়া থাকতো। তিনি একটি মেসে রান্নার কাজ ও তার স্বামী আব্দুল কাদের রাজমিস্ত্রির কাজ করতো। গত রোববার (৩ নভেম্বর) ভোরে স্ত্রী রান্নার করার কাজে যাওয়ার সময় এগিয়ে দিতে যায় আব্দুল কাদের। এক পর্যায়ে পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় আব্দুল কাদের তার স্ত্রী জোসনা বেগমকে মুখ চেপে শ্বাস রোধ করে হত্যা করে।পরে লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেলওয়ে ব্রিজের নিচে একটি ড্রেনে ফেলে দেয়। এক পর্যায়ে জোসনা বেগমকে না পেয়ে তার সন্তান থানায় একটি সাধারণ ডায়রি করে। পরে র্যাব-১ সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করে ও নিহতের স্বামী আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পে নেওয়া হয়। ওই সময় আব্দুল কাদের তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সালনা এলাকায় একটি ড্রেন থেকে জোসনা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্ত্রী তার অবাধ্য থাকায় তাকে হত্যা করেছে বলে আব্দুল কাদেরকে র্যাব-১ জানায়।
Leave a Reply