রাজু আহাম্মেদঃ
গাজীপুরের শ্রীপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে রবি (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত কিশোর মোঃ রবি শ্রীপুরের পটকা গ্রামের লূৎফর রহমান এর ছেলে।
ভুক্তভোগী স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে শ্রীপুরের পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে গেলে ভুক্তভোগী মেয়েকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কিশোর পাশের শালবনে নিয়ে ধর্ষণ করে ।
রোববার সকালে প্রসাব করতে গিয়ে ব্যাথায় কান্নাকাটি করলে জিজ্ঞাসাবাদে ওই শিশু বাবা-মাকে ধর্ষনের ঘটনাটি জানায় । পরে ভুক্তভোগীর স্বজনেরা ঐ রাতে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর অভিযুক্তের স্বজনরা ক্ষিপ্ত হয়ে রাতেই ভিকটিমের বাড়ীতে হামলা চালিয়ে টিনের প্রাচীর ও চালে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply