মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মঈনুল হোসেন মোল্লা মঈন এর নেতৃত্বে মহানগর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণে টঙ্গীর কলেজ
গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেট গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সৈকত পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মঈনুল হোসেন মোল্লা মঈন, ছাত্রলীগ নেতা সাব্বির, গোলাম রাব্বানি জনি, আল রিয়াদ আদনান অন্তরসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঈনুল হোসেন মোল্লা মঈন বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আবু নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নেতৃত্বে গাজীপুর মহানগর ছাত্রলীগ ঐক্যবদ্ধ। অবিলম্বে ভাস্কার্য ভাংচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে কোন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ সর্বদা মাঠে আছি এবং থাকবো।
Leave a Reply