মোঃ হানিফ ঢালী, বিশেষ প্রতিনিধি:
টঙ্গী পূর্ব থানা , জিএমপি গাজীপুর কর্তৃক ০৮ জন ছিনতাইকারী আটক. এ সময় উদ্ধার করা হয় একটি চাইনিজ চাপাতি , একটি কাটার প্লাস , দুইটি কাঠের হাতলযুক্ত চাকু , একটি গিয়ার চাকু ও ০৫ ( পাঁচ ) টি বিভিন্ন ব্যান্ডের মােবাইল ফোন । গত ১১ ডিসেম্বর ২০২০ তারিখ টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুর নতুন বাজার রেলগেইট সংলগ্ন নিউ প্রিন্স টেইলার্স এর সামনে পাকা রাস্তার উপর । ছিনতাই প্রস্তুতিকালে তাদের আটক করা হয় আসামীরা হলেন ১। মোঃ রুবেল ( ৩২) পিতা – ওজির আলী , মাতা – ফরিদা বেগম , সাং – শারমারা , ভাটিপাড়া , থানা – বকশিগঞ্জ , জেলা – জামালপুর এ / পি সাং – মরকুন পশ্চিমপাড়া , রেল কলোনী বস্তি , থানা – টঙ্গী পূর্ব , গাজীপুর মহানগর ,
২। বাবু ( ৩০ ) , পিতা – মোঃ খালেক , মাতা – জাহানারা বেগম ,
৩। সোহাগ ( ২৭ ) , পিতা – জালাল মিয়া , মাতা – ফিরোজা,
৪। জালাল ( ৪৬ ) , পিতা – মৃত সোলাইমান মিয়া , মাতা – মৃত মাজেদা বেগম , সর্ব সাং – উত্তর আরিচপুর , ব্যাংকের মাঠ বস্তি , থানা – টঙ্গী পূর্ব , গাজীপুর মহানগর ,
৫। আল আমিন ( ২২ ) , পিতা – বাবুল হোসেন , মাতা – রুবিনা বেগম , সাং – অলিপুর , থানা – মতলব , জেলা – চাদপুর এ / পি সাং – মরকুন তিস্তার গেইট , মিলন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া , থানা – টঙ্গী পূর্ব , গাজীপুর মহানগর সহযোগি আসামীরা হলো ৬। আমিনুল ইসলাম ( ৩২ ) , পিতা – মৃত হোসেন আলী , মাতা – নাছিমা বেগম , সাং – বাউশি বাঙ্গালী , থানা – সরিষাবাড়ী , জেলা – জামালপুর এ / পি সাং রাজাবাড়ী কুরিয়ার সার্ভিস এর পিছনে , টুম্বার মার মেস , থানা – তুরাগ , ডিএমপি , ঢাকা ,
৭। ইমন ( ১৮ ) , পিতা – মা সাগর , মাতা – সামসুন্নাহার , সাং – কলাবাগান , কাঠালদিয়া , বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ( ভাসমান ) ,
৮। মোঃ রকি মিয়া ( ১৮ ) , পিতা – মোঃ শফিকুল ইসলাম , মাতা – শরীফা বেগম , সাং – কলাবাগান , কাঠালদিয়া , শফিকুলের বাড়ীর ভাড়াটিয়া ( ভাসমান ) , উভয় থানা – টঙ্গী পশ্চিম , গাজীপুর মহানগর ইং ১১ ডিসেম্বর ২০২০ তারিখ রাত ০৪.১৫ ঘটিকার সময় বাদী এএসআই ( নিঃ ) ওমর ফারুক ও সঙ্গীয় অফিসার এসআই শাহ ফরিদ আহমেদ , এসআই রাজীব হোসেন , এএসআই মোঃ দেলোয়ার হোসেন , এএসআই রাজীব ঘোষ,এএসআই মিজানুর রহমান , সর্ব কর্মস্থল – টঙ্গী পূর্ব থানা , জিএমপি , গাজীপুরদের সহায়তায় উক্ত আসামীদেরকে বর্ণিত আলামত সহ গ্রেফতার করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে যে , টঙ্গী বাজার , নতুন বাজার , বাঁশপট্টি , গাজীপুরা , নীমতলি রেলগেইট , হকের মোড়ে ও আশপাশে সহ বিভিন্ন আন্তঃ জেলায় এবং মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন পূর্বক সেখানে একত্রিত হয়েছিল । আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে স্থান নির্ধারন করে ডাকাতি সম্পন্ন করে থাকে । তারা আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য । ডাকাতি করাই তাদের একমাত্র পেশা । উল্লেখিত আসামীগণ সহযোগি আসামীদের সহায়তায় দেশীয় অস্ত্র – শস্ত্রে সজ্জিত হয়ে একই উদ্দেশ্যে ডাকাতি সংঘটনের প্রস্তুতি পূর্বক সমাবেত হয়েছিল ।উপরোক্ত আসামীদের নামে অত্র থানা সহ আশেপাশের থানা গুলোতে আরও একাধিক মামলা টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম । উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানা মামলা নং -২৫ , তারিখ- ১২ / ১২ / ২০২০ ইং , ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয় ।
Leave a Reply