মো: বশির আলম,
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে গতকাল বুধবার ৫দিনব্যাপী বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় গাজীপুর সদর উপজেলা বাস্তবায়ন প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ চতুর্থ পর্যায় প্রকল্প অর্থায়নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৭১৮তম কাব স্কাউট ইউনিট লিডার সেবী কোর্সের সমাপনী অনুষ্ঠানেরআয়োজন করা হয়েছে। এ স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে টঙ্গীর ৪৩টি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানে কোর্স লিডার হাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা শিক্ষা অফিসার, বাংলাদেশ স্কাউট গাজীপুর সদর উপজেলা সহ সভাপতি শিখা বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট গাজীপুর জেলা কমিশনার মো: ওয়াদুদুর রহমান, গাজীপুর সদর উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ খলিলুর রহমান, জেলা সহকারী লিডার টেনার শাহাব উদ্দিন, জেলা কাব লিডার হোসেন শরীফ, শফিকুর রহমান, মীর ফারুক হোসেন, আমিনুল ইসলাম, ফাতেমা তুজ জোহর, শামীমা জাহান শারমিন, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, জাহান আরা বেগম, রতন কুমার ঘোষ, আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন, আবুবকর সিদ্দিক, নাজিমুল হক, সানা উল্লাহ, আহসান হাবীব প্রমুখ।
#
Leave a Reply