মোঃনাছির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি:
মঙ্গলবার ১৯/০১/২০২১ গাজীপুর মহানগরের গাছা এলাকায় করোনা টিকা সুষ্ঠুভাবে বিতরণ করার লক্ষে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন গাজীপুর নগরবাসীকে বিনামুল্যে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এই টিকা যখন দেওয়া শুরু হবে তখনই নগরবাসীকে দেওয়া হবে। তবে কেউ যেন কাউকে এ ব্যাপারে টাকা পয়সা না দেন।
মেয়র বলেন, প্রাথমিকভাবে ১৫টি ক্যাটাগরিতে এবং গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে এবং পরে সকল নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। ইতোমধ্যে টিকা দেওয়ার তালিকা প্রণয়ের কাজ শুরু হয়েছে।
এসময় গাজীপুর সিটি কপোরেশনের প্রধান নিবার্হী আমিনুল ইসমাম, সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান, গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply