মোঃ রফিকুল ইসলাম রফিক :
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডে কর্মরত আনোয়ার সিল্ক পাম্প অপারেটর বাসির উদ্দিন এর রুহের মাগফিরাত কামনায় কাউন্সিলর নুরুল ইসলাম নুরু’র উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও কাউন্সিলর কার্যালয়ে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। মরহুম বাসির উদ্দিন ৪৬নং ওয়ার্ড আনোয়ার সিল্ক পাম্পে দীর্ঘ দিন যাবত সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। উক্ত ওয়ার্ডের সকলের সাথে আন্তরিকতা বজায় রেখে চলার সুবাদে সবার সুপরিচিত বক্তি ছিলেন তিনি। গত কয়েকদিন আগে মৃত্যু বরণ করায় শোক প্রকাশ করেন এলাকা বাসী ।
মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কাউন্সিলর নুরুল ইসলাম নুরু। এসময় উপস্থিত ছিলেন-বজলুর রশিদ (আহ্বায়ক) ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ। আওলাদ হোসেন (সদস্য সচিব) ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, জাকির হোসেন ১নং যুগ্ম আহবায়ক ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, নজরুল ইসলাম ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, নজরুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, জামাল মিয়া সাবেক সহ সভাপতি ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আব্দুল রাজাক মিয়া নোয়াগাঁও গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মনির আহমেদ মজুমদার ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, খোকন শেখ, এ আর রায়হান আহমেদ প্রান্ত গাজীপুর মহানগর ছাত্রলীগ সহ স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে মরহুম বাসির উদ্দিন এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করে মাহফিলটি শেষ হয়।
Leave a Reply