
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইলের চামুড্ডা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির জেরে এক নারীকে মারধর ও স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই নারী।
ভিকটিম ওই নারী পরশমণি সাংবাদিকদের জানান, তার বাড়ির পাশেই জায়গা কিনে নতুন একটি ঘর নির্মাণ করে একই এলাকার গোলজার হোসেন ওরফে মধু কসাই, ঘর নির্মাণের সময় আইনের তোয়াক্কা না করে নতুন ঘরের পাশে কোন খালি জমি রাখেনি মধু, এমন কি নতুন ঘরের টিনের ছাউনি আমার জমিতে চলে আসে।
এ বিষয়ে পাশের জমির মালিক পরশমণি তাকে জিজ্ঞাসা করলে তার উপরে চড়াও হয়ে হামলা চালায় মধু কসাই ও তার স্ত্রী, পরে দ্রুত ভিকটিমকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা করায় তার পরিবার।
এদিকে নারীর চেইন ছিনিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয় মসজিদের সভাপতি শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মারধরের পূর্বে ভুক্তভোগী নারীর গলায় চেইন ছিল এবং চেইন যে টান দিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তা ভিকটিমের গলায় কাটা ছেড়া দেখেই বুঝা যাচ্ছে এবং তা প্রমাণিত হয়েছে।
অভিযুক্ত মধু সাংবাদিকদের জানান, সামাজিকভাবে একটা সিদ্ধান্ত হয়েছে সকালে, আমি অন্যের জমির উপর থাকা টিনের চালা সরিয়ে নিব।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 












