
গাজীপুরের পুবাইলের ৪২নং ওয়ার্ড নারায়ণপুল এলাকায় লুডু খেলাকে কেন্দ্র করে বাক বিতন্ডার এক পর্যায়ে আশিক (১৮) নামের শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারপিট করে নীলা ফুলা জখম করে বিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ায় পুবাইল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আশিক এর বাবা জাকির হোসেন। তিনি বলেন- আশিক গাজীপুরের পুবাইল নারায়ণপুল নিউ নেশন মডেল হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থী। চলমান টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারছেন না আশিক। অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় নারায়ণপুল গ্রামে জাপানি স্কুল সংলগ্ন কয়েকবন্ধু লুডু খেলার এক পর্যায়ে ১/ মো: মোস্তফা (৩৫), পিতা মুজিবর। ২/ আব্দুল কাদির (৪০), ৩/ নবীর হোসেন (৩৫) উভয় পিতা মুন্না, ৪/ আলমগীর (৩৩), পিতা মুজিবর। সর্ব সাং- নারায়ণপুল, জাপানি স্কুল সংলগ্ন ৪২নং ওয়ার্ডের বাসিন্দা সহ অজ্ঞাত নামা আরও ৩/৪ জন মিলে আশিক (১৮) এর উপর শারীরিক, মানসিক নির্যাতন করে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যায়। বাবা জাকির হোসেন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ছেলের অবস্থা দেখে প্রতিবাদ করলে বিবাদী গণ চড়াও হয়ে আব্দুল কাদির এর দোকানের সামনে তার উপর আঘাত করে সাথে থাকা ২০ হাজার টাকা টেনে হেচড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়, এমনটাই বললেন আশিক এর বাবা অভিযোগকারী জাকির হোসেন। এ ঘটনায় পুবাইল থানায় অভিযোগ দায়ের করার পরেও কোন প্রকার আইনী সহায়তা পাননি আশিক ও তার বাবা জাকির হোসেন। একদিকে ছেলে আশিক তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে ভুক্তভোগী পরিবারটির উপর বিবাদী গণদের পক্ষ থেকে নানা ধরণের হুমকি থাকার পরেও থানা পুলিশের নেই কোন পদক্ষেপ। অবাধে ঘুরে বেড়াচ্ছে দুর্বৃত্তরা। এমন ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে আশিক পরিবারের পক্ষ থেকে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী করছেন ভুক্তভোগী পরিবার।
শেষের পাতা