
গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। সোমবার ভোরে টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়কের পানির টাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে একটি কাঠবাহী ট্রাক ও একটি বালুবাহী ড্রাম ট্রাক কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড অভিমুখে আসছিল। এ সময় কাঠভর্তি ট্রাক টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়কের মাঝামাঝি পানির টাংকি এলাকায় পৌঁছালে বালুবাহী ড্রাম টাকটি পেছন থেকে কাঠবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে কাঠবাহী ট্রাকের ওপর থেকে ছিটকে পড়ে মাথা থেঁতলে যায় আলমগীরের। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’