
গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে ঝগড়া করে মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। লাশের সাথে প্রাপ্ত চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও
বৃহস্পতিবার (৮ মে) সকালে টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মধু মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শিলটা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। তিনি ও তার স্ত্রী পেশায় গার্মেন্টস কর্মী। তারা উভয়ে বিসিক এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাংসারিক খুঁটিনাটি বিষয়দি নিয়ে মধু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই জেরে তার স্ত্রী গার্মেন্টসে চলে গেলে সকাল ১০টার দিকে ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে থাকে। পরিবার ও আশপাশের লোকজন খবর পেয়ে মধু মোল্লাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক (এস আই) সৈয়দ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সাথে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।